পহিলহি প্রেমক সায়রে ডুবলুঁ
অব বুঝলুঁ পরিণামে।
মাণিক জানি পরশে চিত পরশল
অব বিঘটন কোন ঠামে।।
সজনি তুহুঁ জনি বিছুরসি মোয়।
নাহ সোহাগে আছলুঁ জগবল্লভা
অব হেরি পুছয়ি না কোই।।ধ্রু।।
নিতি নিতি অনুসর মালতী মধুকর
পুণ্যে পরশ কেহো পায়।
আহা নিরগুণি ধনী কুসুম নাম ধরু
শিমরি চরণে লুটায়।।
সময় বসন্ত বদরী তরু জীবই
ঐছন গতি মতি ভেল।
জ্ঞানদাস কহ কহইতে হিয়া দহ
কোনে এতয়ে দুখ দেল।।