পহিলহি পিরিতি নাহি পরকাশ।
দোতি শুতায়ল উনহিক পাশ।।
ননদিনি নিদঁহি আপন ঘরে ভোর।
তৈখনে লেই গেও রসবতি চোর।।
কি কহব রে সখি কেলি বিলাস।
মদন মণি মন্দিরে কয়লু নিবাস।।
পহিলহি নিবিড় আলিঙ্গন দেল।
দুহু তনু পুলকিত দিগুণ ভৈ গেল।।
প্রেম কয়ল কত বিদগধ রাজ।।
দশনে দশনে দুহু ঘন ঘন বাজ।।
দুহুঁ তনু লাগল ভালহি ভাল।
চন্দনে লাগল সিন্দুর জাল।।
বেশ বসন দুহু আনহি ভেল।
জ্ঞানদাস কহ পুণ কিয়ে কেল।।