পহিলহি দরশনে সোঁপবি সেবা।
পুছইতে কুশল উতর নাহি সেবা।।
শুন শুন সজনী তু বরি সিয়ানি।
কহবি ন কহবি রাখব নিজ মানি।।
সহজই সুচতুর গোপ কানাই।
অবসর বুঝই করবি চতুরাই।।
যব চিতে বুঝবি বড় অনুরাগ।
তৈখনে কহবি হৃদয়ে জনু লাগ।।
জানিয়ে তুহুঁ বড় বিদগধ নারি।
সঙ্কেতে জানায়বি আখর চারি।।
সো দিন অবধি রহব পতিআশে।
জ্ঞানদাস কহ গুরুয় পিয়াসে।।