পহিলহি চাঁদ করে দিল আনি।
ঝাঁপল শৈলশিখরে এক পাণি।।
অব বিপরিত ভেল সে সব কাল।
বাসি কুসুমে কিয়ে গাঁথই মাল।।
না বোলহ সজনি না বোলহ আন।
কী ফল আছয়ে ভেটব কান।।
অন্তর বাহিরে সম নহ রীত।
পানি তৈল নহ গাঢ় পিরীত।।
হিয়া সম কুলিশ বচন মধুধার।
বিষঘট উপরে দুধ উপহার।।
চাতুরি বেচহ গাহক-ঠাম।
গোপত প্রেমসুখ ইহ পরিণাম।।
তুহুঁ কিয়ে শঠিনি কপটে কহ মোয়।
জ্ঞানদাস কহ সমুচিত হোয়।।