পহিলহি ইথে কঠিনী যব লায়লি
শুভ দিন শুভ খণ চাই।
ততে জনমে যত রধি শুধি সব গেল
লাভাকে মূল হারাই।।
জানলুঁ পিরীতিক আঁখর তিন।
পঠইতে শুনইতে জনম অবধি যায়ে
না বুঝিএ রাতি কি দিন।।
ধরম করম সব দূরে তেয়াগলুঁ
উপজল পাপ বেয়াধি।
করত যে মরম অকরম দেই ফল
অবিরত রহত সমাধি।।
প্রেম হেম সম কহই কোই জন
সো বুঝি ঠাম অঠামে।
জ্ঞানদাস কহ তবহুঁ সফল নহ
অলি অম্বুজমধপানে।।