পর পুরুষে যৌবন সঁপিলে
আশা না পূরয়ে তায়।
আপন যে পতি বিছুরিল কতি
দ্বিগুণ দুখ সে পায়।।
সই, বিধি সে কৈল এমন রীতি।
কুলবতী হ’য়া পাতি তেয়াগিয়া
পরপতি সনে প্রীতি ।। ধ্রু।।
পহিলে নহিল এসে সে জানিল
দুকুল ভাসিল জলে।
পীরিতি করাতি শিরে চড়াইয়া
কুল দুই ফার কৈলে।
দুদিকে ভাসিতে উড়ু ডুবু দিতে
কিনারা নহিল দেখি।
মহাজন ঘরে চোরে চুরি করে
পড়শী দেয় যে সাখী।।
তলাস করিয়া বেড়ায় ফিরিয়া
ধনের না পায় লেশ।
মনেতে বুঝিয়া মরয়ে ঝুরিয়া
কপালে সে দেয় দোষ।।
এমন ডাকাতি বঁধূর পীরিতি
হরি নিল মোর মন।
আপনা কি পর বিছরলু সব
ত্যজিলু গৃহের জন।।
বাশুলি-কৃপায় চণ্ডীদাসে গায়
দোসর বোধিনী জনা।
সকলি পাইবে কুলে সে রহিবে
আনি দিলে নন্দনন্দনা।।