পরের অধীনী ঘুচিবে কখনি
এমতি করিবে ধাতা।
গোকুল নগরে প্রতি ঘরে ঘরে
না শুনি পীরিতি-কথা।।
সই, যে বল সে বল মোরে।
শপথি করিয়া বলি দাঁড়াইয়া
না রব এ পাপ-ঘরে।।
গুরুর গঞ্জন মেঘের গর্জ্জন
কত বা সহিব প্রাণে।
ঘর যে তেজিয়া যাইব চলিয়া
রহিব গহনবনে।।
বনে যে থাকিব শুনিতে না পাব
এ পাপ জনার কথা।
গঞ্জনা ঘুচিবে হিয়া জুড়াইবে
অন্তরের যাইবে ব্যথা।।
চণ্ডীদাস কয় স্বতন্তরী হয়
তবে সে এমন বটে।
সে সব কহিলে করিতে পারিলে
তবে সে তাপ যে ছুটে।।