পরিহর লাজ তুহারি হাম কিঙ্কর
কহ ধনি করি তুয়া বেশ।
যৈছন কাল- ভুজঙ্গিনি তৈছন
বেনি বনাইয়ে কেশ।।
মুগধিনি এ তুয়া রুচির কপোলে।
মৃগমদ-পত্র বিচিত্র বিলেখব
শশ জনু শশধর-কোলে।।ধ্রু।।
পুন মৃগমদে মকরাকৃতি চিত্রণ
তুয়া কুচ-মণ্ডলে সাঁধি।
হেম-ধরাধর- কন্দরে পৈঠল
শশিভয়ে যৈছন আঁধি।।
আগে হম লেখিয়ে তব তুহুঁ দেখবি
রাখবি যদি মনে লাগে।
চন্দ্রশেখর কহে শুনিয়া না শূনসি
কান্ত কি অনুমতি মাগে।।