পরিবার নীল শাটী দিল আজাড়িঞা।
কটিতে বান্ধিল ধটী যতন করিঞা।।
কুচযুগ ঝাঁপিঞা উঢ়নি দিল গাত্র।
মণিময় রতন নূপুর নিল পাত্র।।
মুকুরে নিরখি মুখ সিন্দূর উবরি।
বান্ধিল বিনোদ চূড়া আলাঞা কবরি।।
করের কঙ্কণ দিল সুবলের হাথে।
নিজ করে কবরী বানাঞা দিল মাথে।।
সুবলে রাখিঞা ঘরে কয়ল পয়ান।
দীনবন্ধু দাস তছু পদতলে গান।।