পরাণবন্ধুকে স্বপনে দেখিলুঁ
বসিয়া শিয়র পাশে।
নাসার বেশর পরশ করিয়া
ঈষত মধুর হাসে।।
পিয়ল বরণ বসন খানিতে
মুখানি আমার মোছে।
শিথান হইতে মাথাটি বাহুতে
রাখিয়া শুতল কাছে।।
মুখে মুখ দিয়া সমান হইয়া
বন্ধুয়া করল কোরে।
চরণ উপরে চরণ পসারি
পরাণ পাইলুঁ বোলে।।
অঙ্গপরিমল সুগন্ধি চন্দন
কুঙ্কুমকস্তুরী পারা।
পরশ করিতে রস উপজিল
জাগিয়া হইলুঁ হারা।।
কপোত পাখীরে চকিতে বাঁটুল
বাজিলে যেমন হয়।
জ্ঞানদাস কহে এমতি হইলে
আর কি পরাণ রয়।।