পরহ কৌপীন হও উদাসীন
ছাড়হ সংসার মায়া।
শ্রীনন্দনন্দন করহ ভাবন
অবশ্য করিব দয়া।।
শ্রীগুরুচরণ করহ ভাবন
শ্যামকুণ্ডে বসি থাক
দিবস রজনী বল ঐ বাণী
রাধে রাধে বল্যা ডাক।।
জগাই মাধাই তারা দুটি ভাই
বড়ই পাতকী ছিল।
জপি হরিনাম পাইল মহাজ্ঞান
মহাভাগবত হৈল।।
মোর মোর করি দিবানিশি ফিরি
ভুলিয়া রহিনু ধনে।
যখন শমন করিব দমন
জানিবে ত পরিণামে।।
নরোত্তম দাস বলে গুরুর চরণে
হরি বিনে ধন নাঞি এ তিন ভুবনে।।