পরম মধুর মৃদু মুরলি বোলায়ত
অধর সুধাধরে ধরিয়া।
ধ্বনি শুনি ধরণি ধরল কুলকামিনি
চোঙক পড়ল জগ ভরিয়া।।
নীপ নিকটে নব রঙ্গিয়া।
পদের উপরে পদ তরুমলে শ্যামচাঁদ
লীলাললিত তিরভঙ্গিয়া।ধ্রু।।
পঞ্চানন চতু- রানন নারদ
ধ্বনি শুনি সুরপতি ধন্দে।
ফল ফুলে মগন সকল বৃন্দাবন
তরু সঞে ঝরে মকরন্দে।।
শুনিয়া বংশীর গান মুনিজন ভুলে ধ্যান
যোগীন্দ্র মুনীন্দ্র মুরুছায়।
রায়শেখর বোলে বাঁশী শুনি কে না ভুলে
কুলবতী কি বাঁচিবে তায়।।