পরবশে তুমি পরের কথায়ে
পহিলে এমন কর।
প্রেম বাঢ়াইয়া পরশ-রতন
গলায়ে গাঁথিয়া পর।।
পরে দিয়া জ্বালা পর-ঘরঘালা
পলাহ পরের বোলে।
পতি দুরমতি তাহার পীরিতি
তেজিনু অবহি হেলে।।
পাথারে ফেলহ পরিহরি বাহু
পাসর পরম লেহা।
পাতি জাতি কুল পহিলে সকল
পরিহার দিল গেহা।।
পথে কত শত পাওল বেদনা
পহিলে বিকের ছলে।
পরিয়া কদম্ব- মালা মনোহর
পাইথে কদম্বতলে।।
পরিহাস-রসে প্রেমে রহাইসে
পাইয়া পসরা জতি।
পথে লুটি নিতে দধি দুগ্ধ যত
সে সব তেজিলে কতি।।
পরশ-রতন পাইয়া সঘন
পরাণে মিশিয়াছিল।
প্রেমে দিয়া ইবে ছাড়ি কার বোলে
চণ্ডীদাস দুখী ভেল।।