পরদেস গমন জনু করহ কন্ত।
পুনমত পাবএ ঋতু বসন্ত।।
কোকিল কলরবে পুরল চূত।
জনি মদনে পঠাওল অপন দূত।।
কে মানিনি আবে করতি মান।
বিরহে বিসম ভেল পঞ্চবান।।
বহ মলয়ানিল পুরুব জানি।
মারএ পচসর সুমরি কানি।।
বিরহে বিখিনি ধনি কিছু ন ভাব।
চাননে কুঙ্কুমে সখি লগাব।।
বিদ্যাপতি ভন কণ্ঠহার।
কৃষ্ণরাধা বন বিহার।।