পরখি পেখলুঁ পুরুষ-উত্তম
পুরুষ পাহুন-জাতি।
প্যারি পামরি পিরিতি-পাবকে
পৈঠে পতগক ভাতি।।
পৌর-পুনবতি পহিল পরিচয়
প্রাণ-পহুঁ তুহুঁ ভোরি।
প্রেম-পরবশ পুরুব-প্রেয়সি
পন্থ পেখই তোরি।।
প্রছুর পরিমল পুরুষ-পঙ্কজ-
পরশে পীড়িত গাত।
পড়য়ে প্রিয়-সখি- পায়ে পুন পুন
প্রখর পাঁচশর-ঘাত।।
পাপ পাউখ পবন প্যাসিত
পাপিহা পিউ পিউ ভাষ।
পুন কি পাওব পরম প্রিয়তম
পুছত গোবিন্দদাস।।