পরক পেয়সি আনল চোরী।
সাতি অঙ্গিরলি আরতি তোরী।।
তোহি নহী ডর ওহি ন লাজ।
চাহসি সগরি নিসি সমাজ।।
রাখ মাধব রাখহ মোহি।
তুরিত ঘর পঠাবহ ওহি।।
তোহে ন মানহ হমর বাধ।
পুনু দরসন হোইতি সাধ।।
ওহও মুগুধি জানি ন জান।
সংসঅ পলল পেম পরান।।
তোহহু নাগর অতি গমার।
হঠে কি হোইহ সমুদ পার।।