পবন পরশে চলিত মৃদু পল্লব
শুনইতে বল্লববালা সচকিত নয়নে
সঘনে ধনি নিরখয়ে।
জানলু আওল কালা।
মাধব সমঝহুঁ তুয়া চতুরাই।
তমালকরূপী আপ তনু ঝাঁপসি
রহত মোহে ছাপাই।।
বিলম্ব হেরি ফেরি সব কানন
পুন অনুমানত চিতে।
তোরল পন্থ অন্ত নাহি পায়ই
না বুঝলুঁ নাগর-রীতে।।
নূপুর-বলিত-কলিত বর মাধুরী
শুনইতে শ্রবণে উল্লাস।
আগুসরি রাই কানু অবলোকই
গাবই গোবিন্দদাস।।