পন্থ পিছল নিশি কাজর কাঁতি।
প্রাতরে ভৈ গেও দিগভরাতি।।
ফণিমণি দীপ ভরমে দেই ফুক।
কত বেরি লাগে নাগিনীমুখে মুখ।।
চরণে বেঢ়ল তাহে নাহি ছন্ধা।
সুন্দরি অন্তরে নূপুর পরিবন্ধা।।
বরাহ মহিষ মৃগ পালে পলায়।
দেখি অনুরাগিণী রাহু ডরায়।।
ঐছন পাওল কুঞ্জ কি ওর।
গোবিন্দদাস হেরি ভৈ গেল ভোর