পনস পিয়াল চূতবর চম্পক
অশোক বকুল বক নীপ।
একে একে পূছিয়া উত্তর না পাইয়া
আওল তুলসি সমীপ।।
জাতি যূথি নবমল্লিক মালতি
পূছল সজল-নয়ানে।
উত্তর না পাই সতিনি সম মানই
দূরহিঁ করল পয়ানে।।
পুন দেখে তরুকুল অতিশয় ফলফুল
ভরে পড়িয়াছে মহিমাঝ।
কানুক হেরি প্রণাম করল ইহ
এ পথে চলল ব্রজরাজ।।
এত কহি বিরহে বেয়াকূল অতিশয়
ব্রজরমণীগণ রোয়।
উদ্ধবদাস কহ শ্যাম ভেল অলখিত
কতি খণে মীলব মোয়।।