পদ-রত্নাকর অখিল-রসাকর
যাকর শ্রুতি-যুগ পরশে।
চির-দিন শুষ্ক সরোবর-মানস
পূরই হরি-গুণ-সরসে।।
অবিচল-আনন্দ-কারি।
মঙ্গল-কুমুদে কুমুদ-কুল-বান্ধব
ভব দাবানল-বারি।।ধ্রু।।
মায়া জরতী হরতি সব মানসে
বিদ্যা-কমলিনি সূর।
অনুখণ নব নব রস আস্বাদন
শ্যামামৃত-রস-পূর।।
কীর্ত্তন-জনক সকল-সুখ-সম্পদ
ভব-ভয়-ভঞ্জন-হার।
কলি-মল-মথন কুমতি-কুলবারণ
আগম নিগমক সার।।
ত্রিভুবন-তারণ তাপ-বিনাশন
অখিল-আনন্দ-আধার।
কমলাকান্ত দাস কহে জগ ভরি
অমিয়াসিন্ধু বিথার।।