পথ গতি নয়নে মিলল রাধা কান।
দুহুঁমনে মনসিজ পূরল সন্ধান।।
দুহুঁমুখ হেরইতে দুহুঁ ভেল ভোর।
সময় না বুঝত অচতুর চোর।।
বিদগধ সঙ্গিনি সব রস জান।
কুটিল নেহারি করল সাবধান।।
চললি রাজপথে দুহুঁ উরঝাই।
কহ কবিশেখর সখী চতুরাই।।
পথ গতি নয়নে মিলল রাধা কান।
দুহুঁমনে মনসিজ পূরল সন্ধান।।
দুহুঁমুখ হেরইতে দুহুঁ ভেল ভোর।
সময় না বুঝত অচতুর চোর।।
বিদগধ সঙ্গিনি সব রস জান।
কুটিল নেহারি করল সাবধান।।
চললি রাজপথে দুহুঁ উরঝাই।
কহ কবিশেখর সখী চতুরাই।।