পতিতপাবনী ধনি শ্রীরাধা ঠাকুরাণী
বারেক কৃপা করিতে জুয়ায়।
দূরে না ফেলিহ মোরে রাখিহ সখির মেলে
মিছা কাজে এ জনম যায়।।
কি কহিব মহিমা ত্রিভুবনে নাহি সীমা
ব্রজেন্দ্র-নন্দন-মন-মোহিনী।।
এতেক মহিমা শুনি স্মরণ লইনু পুনি
ব্রজকূল-উদ্ধার-কারিণী।।
মোর কি এমন হব শ্রীরাধার চরণ পাব
সখি সঙ্গে কুঞ্জে করু বাস।
অন্ধকূপ গৃহ-মাঝে ডুবি রৈনু মিছাকাজে
নিবেদিল গোবিন্দদাস।।