ন জানি প্রেমরস নহি রতি রঙ্গ।
কেমনে মিলব হাম সুপুরুখ সঙ্গ।।
তোহারি বচনে কৈছে করব পিরীত।
হাম শিশুমতি তাহে অপযশ ভীত।।
সখি হে হাম অব কি বোলব তোয়।
তা সঞে রভস কবহু নাহি হোয়।।
সো বর নাগর নব অনুরাগ।
পাঁচসরে মদন মনোরথে জাগ।।
দরশে আলিঙ্গন দেয়ব সোই।
জিউ নিকসব জব রাখব কোই।।
বিদ্যাপতি কহ মিছই তরাস।
শুনহ ঐছে নহ তাক বিলাস।।