নয়ানে হের রে হেল যুগল মাধুরি হের রে।।
নর্ম্ম নির্ম্মল যামুনবনে বিলসতি ব্রজাঙ্গনা সনে।।
মণিময় মণ্ডপে হেরি নবীন নারী সঙ্গতি করি।।
উজর কৃষ্ণ রাধিকা তনু সুকাঞ্চনে গোরোচনা জনু।।
নন্দরাজ নন্দন রমে বৃষভানু-নন্দিনী বামে।।
প্রফুল্ল পুষ্পপঙ্কজ কিয়ে মত্তভৃঙ্গ মাধুরি পিয়ে।।
ও পদপল্লব করি আশ কহতহি গোবিন্দদাস।।