নয়ন-পুতলী রাধা মোর।
হিয়া মাঝে রাধিকা উজোর।।
আগে মোর রাধিকা রঙ্গিণী।
পিছে রাধা মন-বিমোহিনী।।
ডাহিনেতে রহ রাধা মোর।
বামে রাধা দেখি হোই ভোর।।
খিতিতল দেখোঁ রাধাময়।
গগনেতে রাধিক-উদয়।।
এ যদুনন্দন মনে জাগে।
কি না করে নব-অনুরাগে।।
নয়ন-পুতলী রাধা মোর।
হিয়া মাঝে রাধিকা উজোর।।
আগে মোর রাধিকা রঙ্গিণী।
পিছে রাধা মন-বিমোহিনী।।
ডাহিনেতে রহ রাধা মোর।
বামে রাধা দেখি হোই ভোর।।
খিতিতল দেখোঁ রাধাময়।
গগনেতে রাধিক-উদয়।।
এ যদুনন্দন মনে জাগে।
কি না করে নব-অনুরাগে।।