নয়ন-পুতলী রাধা মোর।
হৃদি মাঝে রাধিকা উজোর।।
মোর সরবস সুবদনী।
অব কাহে হইল মানিনী।।
আমারে তেজিল কি লাগিয়া।
না দেখিয়া ফাটি যায় হিয়া।।
যে মোরে তিলেক না দেখিলে।
কত যুগ না দেখিলুঁ বোলে।।
যে মোর হিয়ার মাঝে থাকি।
সদা উঠে চমকি চমকি।।
সে ধনী কি মোরে উপেখিল।
সে কেমনে পরাণ ধরিল।।
এত বিলপয়ে যব কান।
ঝর ঝর ঝরয়ে নয়ান।।
আকুল দেখি শ্যাম-চাঁদ।
এ যদুনন্দন মন কাঁদ।।