নয়ন নোর ঘর বাহর পীছর
সবহু সখী দিঠি নোরে।
পিছরি পিছরি খস তৈও সুমুখি ধস
মিলন আস মন তোরে।।
কি হোইতি হুনি কে জানে।
হমর বচন মন ধরিঅ সুজন জন
করিঅ ভবন পরখানে।।
এত দিন জে ধনি তোহর নাম সুনি
পুলকে নিবেদ পরানে।।
খনে খনে সুবদনি তথিহু সিথিল জনি
নোর ভাসঅ অনুমানে।।
মনে মনে বুঝিকহু তাবে চলিঅ পহু
জাবে ন কর পিক গানে।
বিদ্যাপতি ভন হরি বড় চেতন
সময় করত সমধানে।।