নয়ন ছলাছলি লহু লহু হাস।
অঙ্গ হেরি হেরি গদ গদ ভাষ।।
মদন মদালসে নাগর ভোর।
শশিমুখী হাসি হাসি করু কোর।।
রসবতী নাগরী রসিক বরকান।
হেরইতে চুম্বই নাহ বয়ান।।
দুহু পুন মাতল দুহু রসহান।
বিদ্যাপতি করু সো রস গান।।