নয়ন-কাজল মুছিয়া ডারল
কাল আভরণ যত।
সখী এক সঙ্গে কহে কিছু রঙ্গে
কহিছে রাধার মত।।
শুন সুধামুখি আমার বচন
ত্যজহ দারুণ মান।
যে দেখি তোমার অভিমান অতি
পাছেতে তেজহ প্রাণ।।
ধৈরজ করছ শুনহ সুন্দরি
এতেক কেন বা মান।
সরম ভরম দূরে তেয়াগিয়া
কোপিত কহত আন।।
যদি আঁছ তুমি বিরস বদনে
শুনহ সুন্দরী রাই।
কেন বা অঙ্গের ভূষণ সকল
তেজিয়া তেজিলে তাই।।
তুমি সুনাগরী রসের আগরী
তেজহ দারুন মান।
সখীর বচনে কমল-নয়নী
ঈষৎ কটাক্ষে চান।।
শুন গো সজনি কালিয়া বরণ
দেখিয়ে উঠয়ে তাপ।
চণ্ডীদাস কহে হেন মনে হয়
মানসে দারুণ পাপ।।