নয়নক ওত হোইত হো এত ভানে।
বিরহ হোএত নহি রহত পরানে।।
সে আবে দেসান্তর আঁতর ভেলা।
মনমথ মদন রসাতল গেলা।।
কওন দেস বসল রতল কওন নারী।
সপনে ন দেখএ নিঠুর মুরারী।।
অমৃত সিচলি সনি বোললহ্নি বানী।
মন পতিআএল মধুর পতি জানী।।
হম ছল টুটত ন জাএত নেহা।
দিনে দিনে বুঝল কপট সিনেহ।।