নূপুর রসনা পরিহার দেহ।
পীত বসন হে জুবতি পিঁধি লেহ।।
সিথিল বিলম্বে হোএত হাস।
নহি গএ হোএত কাহ্নক পাস।।
গমন করহ সখি বল্লভ গেহ।
অভিমত হোএত ইথি ন সন্দেহ।।
কুঙ্কুম পঙ্ক পসাহহ দেহ।
নয়নজুগল তুঅ কাজর রেহ।।
অবহি উগত তম পিবিকহু চন্দ।
জানি পিসুন জন বোলব মন্দ।।
ভনই বিদ্যাপতি সুন বরনারি।
অভিনব নাগর রূপে মুরারি।।