নীলাচলে কনকাচল গোরা।
গোবিন্দ-ফাগুরঙ্গে ভেল ভোরা।
দেব-কুমারি নারিগণ সঙ্গে।
পুলক-কদম্ব-করম্বিত-অঙ্গে।।
ফাগুয়া খেলত গৌরতনু।
প্রেমক সুধা-সিন্ধু মুরতি জনু ।।
ফাগু-অরুণ তনু অরুণহি চীর।
অরুণ নয়নে বহে অরুণহি নীর।।
কণ্ঠহি লোলত অরুণিত মাল।
অরুণ ভকতসব গাওয়ে রসাল
কত কত ভাব বিথারল অঙ্গ।
নয়ন ঢুলাওত প্রেম-তরঙ্গ।।
হেরি গদাধর লহু লহু হাস।
সো নাহি সমুঝল গোবিন্দদাস।।