নিশি পরভাতে শেজ সঞে উঠল
নন্দালয়ে নন্দলাল।
মঙ্গল আরতি করত যশোমতি
দীপ উজারল কাঞ্চনথাল।।
পাখালিয়া বদন দশনগণ মাজল
জননিক যতনে নবনি খির খাই।
এক দণ্ড দিন ভৈ গেল তৈখনে
দ্বিতীয়ে গোদোহন গো-গৃহে যাই।।
তৃতীয়ে সখা সহ বৎসক লালন
বৃষে বৃষে যুদ্ধ কেলি কত ঠান।
চারি দণ্ড দিন গৃহে আওল পুন
সুগন্ধি তৈল নিরে করল সিনান।।
পঞ্চমে বহুবিধ বেশ ষষ্ঠে করু
সখা সহ ভোজন পান।
আচমন সারি শয়ন করু পালঙ্কে
উদ্ধবদাস গুণ গান।।