নিশি পরভাতে ময়ূর নাহিঁ নাচত
রোয়ত শুক পিক সারি।
নন্দ মহল কল- রব শুনি আকুল
ধাওল ব্রজপুরনারী।।
সুন্দরি মন্দির-বাহির ভেল।
গুরু জনে এক নয়ন পথ-পাঁতরে
অপর নয়ন ধনী দেল।।
হেরি লই অক্রূর যাওত মধুপুর
হেরি পড়ল পরমাদ।
কুল-ভয় পরিহরি নাহ হৃদয়ে ধরি
অন্তরে উপজএ সাধ।।
হৃদয় জানি পুন আওব বলি হরি
কর-সঙ্কেত করি গেল।
দীনবন্ধু হরি- বিরহ-বেয়াকুল
জীবইতে সংশয় ভেল ।।