নিশি অবসানে বৃন্দাবন জাগল
সকল সখীগণ মেল।
নিভৃত নিকুঞ্জদ্বার করি মোচন
মন্দির মাহা চলি গেল।।
রতন পালঙ্কে শূতি রহু দুহুঁ জন
অতিশয় আলসে ভোর।
ঘনদামিনি কিয়ে মরকত কাঞ্চন
ঐছন দুহুঁ দুহুঁকোর।।
বিগলিত বেণি চারু শিখিচন্দ্রক
টূটল মণিময় হার।
পহিরণ বসন আধ ভেল বিচলিত
চন্দন আভরণভার।।
অতিসুখ ভঙ্গভয়ে সব সখিগণ
বিহিক দেই বহু গারি।
ইহ সুখরজনি তুরিতে ভেল অবসান
নিরদয় হৃদয় তোহারি।।
নিশি অবশেষ কমল আধ বিকসল
দশ দিক অরুণিত মন্দ।
কৈছনে দুহুঁক জাগাওব রচইতে
উদ্ধবদাস হিয়ে ধন্দ।।