নিশি অবশেষে সকল সখীগণ
রাই কানু সঞে ভোর।
নিরমল নয়ন-কমল বহি অবিরত
গলতহি আনন্দ লোর।।
দেখ দেখ অপরূপ কাজ।
বিছুরল গেহ-গমন সভে বূরল
মোহ-সরোবর মাঝ।।ধ্রু।।
বৃন্দা-দেবি সঙ্কেত-বচন জানি
ককুখটি হই উনমাদ।
জটিলা-শবদ শুনায়ত উভরোলে
শুনইতে ভেল পরমাদ।।
সচকিত-লোচনে আন আন মুখ হেরি
কুঞ্জসেঁ নিকসে বহার।
দাস যদুনন্দন তুরিতহি লেয়ল
তহিঁ যত ছিল উপচার।।