নিশি অবশেষে কোকিল ঘন কুহরত
জাগল রসবতি রাই।
বানরি নাদে চমকি উঠি বৈঠল
তুরিতঁহি শ্যাম জাগাই।।
শুন বরনাগর কান।
তুরিতহি বেশ বনাহ যতন করি
যামিনি ভেল অবসান।।ধ্রু।।
শারী শুক পিকু কপোত কুহরত
মউর মউরি করু নাদ।
নাগরক লোক জাগি যব বৈঠব
তবহি পড়ব পরমাদ।।
গুরুজন পরিজন ননদিনি দুরজন
তুহুঁ কি না জানসি রীত।
গোবিন্দদাসিয়া কহ উঠ চল সুন্দরি
বিঘদটলি কানুক পিরীত।।