নিশি অবশেষে কোকিল ঘন কুহরই
জাগল রসবতি রাই।
বানরি-নাদে চমকি উঠি বৈঠল
তুরিতহি শ্যাম জাগাই।।
শুন বর নাগর কান।
তুরিতহি বেশ বনাহ বিচিত্র করি
যামিনি ভেল অবসান।।
শারী শুক পিকু কপোত কুহরত
মউর মউরি করু নাদ।
নগরক লোক জাগি সব বৈঠব
তবহি পড়ব পরমাদ।।
গুরুজন পরিজন ননদিনি দুরজন
তুহুঁ কি না জান ইহ রীত।
গোবিন্দদাস কহে উঠি চলু সুন্দরি
বিঘটল কানুক পিরীত।।