নিরুপম হেম-জ্যোতি জিনি বরণা।
সঙ্গিত-রঙ্গি তরঙ্গিত চরণা।।
নাচত গৌর গুণমনিয়া।
চৌদিকে হরি হরি ধনি ধনি ধনিয়া।।
শরদ ইন্দু জিনি সুন্দর বয়না।
অহনিশি প্রেমে ঝরে ঝরু নয়ন।
বিপুল-পুলক-পরিপূরিত দেহা।
নিজ সে ভাসি না পায়ই থেহা।।
জগভরি পূরল প্রেম-আনন্দা।।
মহিমাহো বঞ্চিত দাস গোবিন্দা।।