নিরুপম সুন্দর গৌর-কলেবর
মুখ জিনি শারদ-চন্দ।
কুন্দ-করগ-বিজ নিন্দি সুশোভিত
অতিশয় দন্ত সুছন্দ।।
বুঝলুঁ কাম পুন সাধে।
অমিয়াক সার ছানি নিরমায়ল
বিহি-সিরজন ভেল বাধে।।ধ্রু।।
অকলঙ্ক চান্দ ভানে বিধুন্তুদ
ধাবই পরণক লাগি।
নিকটহি যাই হেরি তছু মাধুরি
তছু কর-ভয়ে পুন ভাগি।।
প্রতিযোগি যত নাম-দোষ শত
গুণ ভেল যাক ধেয়ানে।
সোই চরণ-গুণ কলিযুগ-পাবন
করু রাধামোহন গানে।।