নিরমল হেম জলদ জিনি দেহ।
বরিখয়ে সঘনে মধুর নবনেহ।।
পেখহ অপরূপ গৌরকিশোর।
সুর নরনারী নয়নমন চোর।।ধ্রু।।
গায়ত ভকতবৃন্দ তহি মাঝ।
রাজত জনু উড়ুগণে উড়ুরাজ।।
পৈঠত শ্রবণে বরজ পরসঙ্গ।
ধরই না থেহ উলসে ভরু অঙ্গ।।
সুঘটন নটনে ঘটই দিঠিলোর।
লহু লহু হাসি পতিতে দেই কোর।।
বিতরত দুলহ প্রেম মহী ভাসি।
নরহরি পহুঁ কি করুণা পরকাশি।।