নিরমল কুলশীল কাঞ্চন গোরি।
পাণ্ডুর কয়ল বিরহজ্বর তোরি।।
অনুখন খল খল নিগদই রাই।
নিশিদিশি রোয়ই সখিমুখ চাই।।
শুন শুন গোকুলমঙ্গল শ্যাম।
কথি লাগি তাক হৃদয়ে ভেলি বাম।।
তুয়া রূপ জগজন লোচন শোহ।
একলি তাক নয়নমনমোহ।।
রসবতি নিরখয়ে নয়ন পসারি।
সোঙারিতে তাক নয়নে ঝরু বারি।।
আন ধনি বিছুরি করত আন কাম।
তাকর মনহি না ভাওত আন।।
তুহুঁ বর নাগর রসিক সুজান।
যদুনন্দন তোহে কি কহব আন।।