নিভৃত নিকুঞ্জে কুঞ্জ-কুটীর
মণি-মাণিকের স্তম্ভ।
রতন-জড়িত পরশ-পাথর
অতি অনুপম রঙ্গ।।
উপরে জড়িত হেম মরকত
মুকুর কিসে বা গণি।
চারিপাশে শোভে মুকুতা প্রবাল
গাঁথিয়া মাণিক মণি।।
ঝালর ঝলকে অতি মনোহর
ঐছন কুটীর শোভে।
পুষ্পের সৌরভে দশদিক্‌ মোহে
মধুকর ধায় লোভে।।
নেতের পতাকা উড়ে অনুপাম
কুটীর উপরে দিয়া।
শত শত কোটী এ কুঞ্জ-কুটীর
সকল তাহার ছায়া।।
বৈঠল নাগর চতুর-শেখর
চতুর নাগর কান।
এমন আনন্দ দেখিয়া সে কুঞ্জ
চণ্ডীদাস গুণ গান।।