নিন্দু আপন পরভাগ।
ভৈ গেল আশিন মাস।।
মাস গণি গণি আশ গেলহিঁ
শ্বাস রহু অবশেষিয়া ।
কোন সমুঝব হিয়াক বেদন
পিয়া সে গেল পরদেশিয়া।।
সময় শারদ চাঁদ নিরমল
দীঘ দীপতি রাতিয়া।
ফুটল মালতি কুণ্ড
পড়ল ভ্রমরক পাঁতিয়া।।