নিন্দুক পাষণ্ডিগণ প্রেমে না মজিল।
অযাচিত হরিনাম গ্রহণ না কৈল।।
না ডুবিল শ্রীগৌরাঙ্গ প্রেমের বাদলে।
তাদের জীবন যায় দেখিয়া বিফলে।।
তাদের উদ্ধার হেতু প্রভুর সন্ন্যাস।
ছাড়িলা যুবতী ভার্য্যা সুখের গৃহবাস।।
বৃদ্ধা জননীর বুকে শোকশেল দিয়া।
পরিলা কৌপীন ডোর শিখা মুড়াইয়া।।
সর্ব্বজীবে সম দয়া দয়ার ঠাকুর।
বঞ্চিত এ বৃন্দাবন বৈষ্ণবের কুকুর।।