নিধুবনে রাধামোহন কেলি।
কুসুমসমর করু সহচরি মেলি।।
বৃন্দা দেবী যোগাওত ফুল।
বহুবিধ তোড়ক রচিত বকুল।।
সহচরি কুসুম বরিখে শ্যামঅঙ্গ।
তোড়ল পিঞ্ছমুকুট বহু রঙ্গ।।
লাখে লাখে গেন্দু পড়য়ে শ্যামগায়।
মধুমঙ্গল সহ সুবল পলায়।।
সখীগণ মেলি দেই করতালী।
ফুল-ধনু লেই ফিরয়ে বনমালী।
রাইক সঙ্গে করয়ে ফুলরণ।
কোই না জীতয়ে সম দুই জন।।
অদভুত দুহুঁ জন কুসুমবিলাস।
হেরি যদুনন্দন আনন্দে ভাস।।