নিজ মন্দির তেজি চললি বররঙ্গিনী
নন্দ-মহল গেহ যাই।
ঝলমল করত অঙ্গমণিভূষণ
বদনকিরণ তাহ ছাই।।
যশোমতি নিরখি আনন্দ।
কত কত চাঁদ চরণে পড়ি কান্দয়ে
মনমথে লাগল ধন্দ।।
সুবাসিত অন্ন ব্যঞ্জন অতি সুমধুর
পাক কয়ল তহিঁ গোই।
নিতি নিতি ঐছন করত গতাগতি
লখই না পারই কোই।।
চন্দন ঘোরি কুঙ্কুম তহিঁ রাখল
কর্পূর তাম্বূল মুখ-রাস।
সুবাসিত বারি ঝারি ভরি রাখল
কহতহি গোবিন্দদাস।।