নিজ প্রতিবিম্ব রাই যব শূনল
অবনত করু মুখ লাজে।
নিরহেতু হেতু জানি হাম রোখলুঁ
তেজলুঁ নাগররাজে।।
এত কহি রাই চীরে মুখ ঝাঁপল
বয়নে না নিকসয়ে বাণী।
রসিক শিরোমণি কোরে আগোরল
রাইক অন্তর জানি।।
অপরূপ প্রেমক রীত।
সবহুঁ সখীগণ চীত পুতলি যেন
হেরত দুহুঁক চরীত।।ধ্রু।।
শুন সভে হাসি মন্দির সঞে নিকসল
দুহুঁ জন ভেল এক ঠাম।
মদনমহোদধি নিমগন দুহুঁ জন
উদ্ধব দাস গুন গান।।