নিজ দেহ দিয়া ভজিতে পারে।
সহজ পীরিতি বলিব তারে।।
সহজে রসিক করয়ে প্রীত।
রাগের ভজন এমন রীত।।
এখানে সেখানে এক হইলে।
সহজ পীরিতি না ছাড়ে মৈলে।।
সহজ বুঝিয়ে যে হয় রত।
তাহার মহিমা কহিব কত।।
চণ্ডীদাস কহে সহজ রীত।
বুঝিয়ে নাগরী করহ প্রীত।।
নিজ দেহ দিয়া ভজিতে পারে।
সহজ পীরিতি বলিব তারে।।
সহজে রসিক করয়ে প্রীত।
রাগের ভজন এমন রীত।।
এখানে সেখানে এক হইলে।
সহজ পীরিতি না ছাড়ে মৈলে।।
সহজ বুঝিয়ে যে হয় রত।
তাহার মহিমা কহিব কত।।
চণ্ডীদাস কহে সহজ রীত।
বুঝিয়ে নাগরী করহ প্রীত।।