নিজ তনু জারি দহন সঞে কাজর
শ্যাম ভ্রমর সম ভেল।
সো মুখ হেরি সদয় তুহুঁ সুন্দরি
নয়ন কমল মাহা কেল।।
মানিনি না বুঝিয়ে তোহারি বিলাস।
যে দিঠি লাগি হাম পুন জলতহি
দারুণ বিরহ হুতাশ।।
সখি সঞে কত কহত যব হেরসি
বেরি একু নয়ন তরঙ্গ।
সো কাজর সৃঞে নিজ তনু পরিখিএ
কো অতি শ্যামর অঙ্গ।।
রসবতী হৃদয়ে কবহু জনি পরশয়ে
ঐছন বিরহ হুঁতাশ।
কর-অরবিন্দ পরশি বরু পেখত
কহতহি গোবিন্দদাস।।